টেকনাফ অফিস:
কক্সবাজার সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলকে বদলির আদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গতকাল ডাঃ টিটু চন্দ্র শীলের কু-প্রস্তাব ও যৌন হয়রানি অভিযোগ তুলে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়শন (বিডিএনএ) সভাপতি ও মহাসচিব যৌথভাবে একটি বিবৃতি দেয়।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক মোঃ শামিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত ৩১ জানুয়ারি সমকালে ‘চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নার্সদের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
বদলি প্রজ্ঞাপনে জানা যায়, কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল কে পটুয়াখালী মির্জাগঞ্জ কাঠালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভারপ্রাপ্ত আরএমও হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলী এহসানকেও তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবুল কাসেমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থলাভিষিক্ত করা হয়েছে।
এদিকে বদলীকৃতদের দুই কর্ম দিবসের মধ্যে দায়িত্বভার হস্থান্তরের আদেশ দেয়া হয়েছে। অন্যতায় তিন দিনের মধ্যে উক্ত পদ অবমূক্ত হিসেবে গন্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার জেলা সিভিল সার্জেন ডা. মাহাবুবুর রহমান, ‘ডিজি অফিস থেকে টিটুসহ তিনজনের বদলি আদেশ হয়েছে। কেন বদলি করা হয়েছে বিষয়টি আমার জানা নেই। ‘
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সম্মান নষ্ট করার জন্য আমাকেও জড়িয়ে মিথ্যা গল্প বানাচ্ছে। এ ঘটনা নিয়ে আর কিছু মন্তব্য করতে চায় না।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-