প্রায় ১৩ হাজার ইয়াবাসহ ৬২ বছর বয়সী বৃদ্ধ গ্রেফতার

চট্টগ্রাম


চট্টগ্রামের সাতকানিয়ায় ১২ হাজার ৯০০ ইয়াবাসহ সৈয়দ নূর (৬২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার সৈয়দ নূর সাতকানিয়া থানার সামিয়ার পাড়ার মৃত হাজী ফয়েজ মিয়ার ছেলে।

বুধবার (১ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলা কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ৯০০ ইয়াবাসহ সৈয়দ নূর নামে একব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার ইয়াবা আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর