টেকনাফের পাহাড় থেকে অপহৃত দুই কাঠুরিয়া উদ্ধার

টেকনাফ প্রতিনিধি •

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার গহীন পাহাড় থেকে অপহৃত দুই কাঠুরিয়াকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া দুই অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী চৌকিদার পাড়ার বাসিন্দা রহমত উল্লাহ (২৮) ও একই এলাকার আব্দুল হাফেজ (২৫)।

রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের উদ্ধার করা হয়। এদিন রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি বলেন, আজ দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী চৌকিদার পাড়ার বাসিন্দা নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ (২৮) ও আলী আকবরের ছেলে আব্দুল হাফেজকে (২৫) পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গেলে সেখান থেকে তুলে নিয়ে যায় সশস্ত্র রোহিঙ্গা দুর্বৃত্তরা। পরে অপহরণের বিষয়টি পুলিশকে জানালে, আমাদের একটি টিমের অভিযানে অপহৃত দুইজনকে উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আরও খবর