নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক উদ্দিনের বাড়িতে তিন ঘন্টা আটকে রেখে চুরির অপবাদ দিয়ে স্কুল পড়ুয়া শিশুদের মারধর ও মাথার ন্যাড়া করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার(২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মামলাটি দায়ের করেন শিশুদের পিতা রফিকুল ইসলাম। হলদিয়া পালং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক উদ্দিনকে প্রধান আসামি করে তিনজনের নামে এ মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান,গত ২০ জানুয়ারি হলদিয়া পালং ৭নং ওয়ার্ডে রফিক উদ্দিনের বাড়িতে চুরির অপবাদ দিয়ে শিশুদের নির্যাতন ও এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে এজাহার দায়ের করেন রফিকুল ইসলাম।
অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম তদন্তে যায়। পরে বাদীর এজাহারের ভিত্তিতে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৪১।
মামলার আসামিরা হলেন,রুমখাঁ ক্লাসপাড়া এলাকার মৃত মো. রশিদের ছেলে রফিক উদ্দিন(৫৫),রফিক উদ্দিনের ছেলে মো. রিদুয়ান(২৬) ও মৃত মো.রশিদের ছেলে কামাল উদ্দিন মনু(৪২)। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রুমখাঁ ক্লাসপাড়া এলাকায় রফিক উদ্দিনের বাড়িতে আটকে রেখে চুরির অপবাদ দিয়ে শিশুদের মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ তুলে রফিকুল ইসলাম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-