চট্টগ্রাম •
সমুদ্রপথে ইয়াবা নিয়ে চট্টগ্রামে প্রবেশ করার সময় ২ লাখ ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, সমুদ্রপথে ইয়াবার বিশাল চালান নিয়ে চট্টগ্রামে প্রবেশের চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা।
সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা একটি বোট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-