নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকায় কথা কাটাকাটির জেরে হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি বুধবার রাত ৮টার দিকে ঘটে। আহতরা হলেন,ছিদ্দিক আহমদের ছেলে নুরুল হাকিম,আবুল কাশেম ও রহমত উল্লাহ।
জানা যায়, সাগরের মাছ ধরতে গিয়ে কথা কাটাকাটির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইনানীতে ফরিদ আলম ও তার তিন ছেলে ছুরিকাঘাত করে নুরুল হাকিম, আবুল কাশেম ও রহমত উল্লাহকে। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নুরুল হাকিমকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
তারা আরও জানায়,এ ঘটনায় লোহার রড ও ছুরি সহ ব্যাপক দেশীয় অস্ত্র সজ্জিত ফরিদ আলম, তার ছেলে তারেক,ফারুক,মোবারক সহ অজ্ঞাত ৫/৬ জন তেড়ে এসে গুরুতর জখম করে।
এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-