ইমরান আল মাহমুদ:
সুজাতা চাকমা। বাড়ি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া এলাকায়। পড়ালেখা করেন ছেপটখালী-মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। যার ফলে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করা হয়।
প্রত্যন্ত অঞ্চল থেকে জ্ঞান অর্জনের জন্য কষ্ট ও পরিশ্রমে আসা এসব শিক্ষার্থীদের গ্রামের মেঠোপথ পাড়ি দিতে এবার প্রদান করা হয়েছে বাইসাইকেল। জীবনমানের উন্নয়নের সহযোগিতা হিসেবে পড়ালেখার সামগ্রী কিনতে বিতরণ করা হয় নগদ অর্থ। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এ তিন ক্যাটাগরিতে তাদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়। একই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী জলন্তা চাকমাও পেয়েছেন বাইসাইকেল। সে জানায়,”আমরা গ্রামের অনেক ভেতরে বসবাস করি। স্কুলে আসতে আসতে অনেক সময় ব্যয় হয়ে যায়। ফলে ক্লাসে ঠিক সময়ে উপস্থিত থাকতে পারিনা অধিকাংশ সময়। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাইসাইকেল দেওয়ার মাধ্যমে আমাদের পড়ালেখার জন্য অন্যরকম সাপোর্ট হয়েছে এটি। এখন আমাদের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকতে পারবো।”
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম জানায়, গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর উদ্যোগে ২শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের নগদ অর্থ ও বাইসাইকেল প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় গত সোমবার চারজন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,”উখিয়া উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বাইসাইকেল প্রদানের মধ্য দিয়ে তাদের পড়ালেখার পথ আরও সহজতর হবে এবং ভবিষ্যতে তারা মানুষের মতো মানুষ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে নিজেদের আত্মনিয়োগ করবে সে প্রত্যাশা।”
বাইসাইকেল প্রদানের সময় একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, দৈনিক দৈনন্দিন পত্রিকার উখিয়া প্রতিনিধি ইমরান আল মাহমুদ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-