ইমরান আল মাহমুদ:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের বাজারে জীবন রক্ষাকারী ওষুধ বিক্রিতে প্রতারণা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এসব বাজার সয়লাব নকল ও ভেজাল ওষুধে। এর সঙ্গে এখন বেড়েছে কৌশলে মেয়াদোত্তীর্ণের তারিখ কেটে ওষুধ বিক্রি। ওষুধ প্রশাসনের নিয়মিত তদারকি না থাকলেও জেলা সিভিল সার্জন অফিসের নিয়মিত তদারকি ও তথ্যের ভিত্তিতে চলছে অভিযান।
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির খবরে গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে জেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম।
তিনি জানান,পালংখালী ইউনিয়নের বালুখালী, থাইংখালী ও পালংখালী তে রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে ও গ্রামাঞ্চলের সুযোগ নিয়ে চলছে মেয়াদোত্তীর্ণ ওষুধের রমরমা বাণিজ্য। ফার্মেসি সয়লাব এসব ঔষুধে। পালংখালি,থাইংখালি,বালুখালিতে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধের সয়লাব। বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করা হয়। এসময় পালংখালি লক্ষ্মণ চন্দ্র নাথের মেডিসিন কনসার্ন,রাস্ট্রন কুমার দেবনাথের রমা ফার্মেসি,রহিমা মেডিকেল হল, বালুখালিতে হারমাইন ফার্মেসি,মামুন মেডিকেল হল,কুলসুম মেডিকেল হল,থাইংখালিতে রাবেয়া মেডিকেল হল ও শাহ জব্বারিয়া মেডিকেল হল এ মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। সকল প্রক্রিয়া সম্পন্ন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয় বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-