কোর্টবাজারে ৫ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আজ

ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলার কোর্টবাজারে ৫ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আজ। প্রতিবারের ন্যায় এবারও ক্বেরাত সম্মেলনে কুরআন তেলাওয়াত করবেন দেশি-বিদেশি ক্বারীগণ।

কোর্টবাজার ক্বেরাত সম্মেলন সংস্থার আয়োজনে দক্ষিণ স্টেশনে বিকেল ৩টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। সম্মেলনে কুরআন তেলাওয়াত করবেন যথাক্রমে,তানজানিয়ার শায়েখ ক্বারী ঈদি শা’বান,শায়েখ ক্বারী রেজা আইয়ুব,মিশরের শায়েখ ক্বারী সালাহ মুহাম্মদ সোলাইমান, তানজানিয়ার শায়েখ ক্বারী ওবাইদ ইদরিস,মিশরের শায়েখ ক্বারী আবদুল রহমান আল কাওলী,ইন্দোনেশিয়ার ক্বারী মাসুদ শাহাত মোহাম্মদ, কক্সবাজারের শাহ তাসনীমুল হাসান জুনাইদ, চকরিয়ার হাবিবুর রহমান আজাদ,লোহাগাড়ার আব্দুল্লাহ আল আকরাম হাদী,উখিয়ার হাফেজ রিদওয়ানুল করিম ও হাফেজ জাহিদুল ইসলাম জিহাদ।

এদিকে, ক্বেরাত সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। উখিয়া উপজেলার একমাত্র আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন স্বশরীরে উপস্থিত থেকে কুরআন তেলাওয়াত শুনতে কক্সবাজারের বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

আরও খবর