কক্সবাজার জার্নাল ডেস্ক:
টাঙ্গাইলের বাসাইলে নুরু (৬৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আট বছর পর গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৪-এর তিন নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান। এর আগে ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরু বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সাকনাইচর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। তিনি মামলার রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন।
প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুকে গ্রেফতার করা হয়। নুরু মির্জাপুর থানার ১৯৯৪ সালে দায়ের করা একটি হত্যা মামলার আসামি ছিলেন। ২০১৫ সালের ১৫ অক্টোবর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত নুরুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলাটির বিচার চলাকালে নুরু পলাতক ছিলেন। তিনি যাবজ্জীবন সাজা থেকে বাঁচার জন্য জাতীয় পরিচয়পত্র তৈরি না করে গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈরে আট বছর ধরে আত্মগোপনে ছিলেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘গ্রেফতার নুরুকে সন্ধ্যায় র্যাব থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’
বাংলা ট্রিবিউন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-