টেকনাফে মানবপাচারকারী ৫ দালাল আটক: ২৬ নারী-পুরুষ উদ্ধার

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফ থানা পুলিশের চৌকষ অভিযানে মানবপাচারে জড়িত ১ নারীসহ ৫ দালালকে গ্রেফতার হয়েছে। উক্ত অভিযানে পুলিশ সদস্যরা ২৬ মালয়েশিয়াগামী নারী-পুরুষকে উদ্ধার করতে সক্ষম হয়।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গত এক সপ্তাহ আগে গোপন সংবাদে জানতে পারি টেকনাফের উপকুলীয় তিন ইউনিয়ন সদর,সাবরাং,বাহারছড়া সমুদ্র সংলগ্ন এলাকা দিয়ে মানব পাচারে জড়িত অর্থলোভী দালাল চক্রের সদস্যরা স্থানীয় হতদরিদ্র ও অসহায় রোহিঙ্গাদের জিম্মি করে বেশ কম টাকার বিনিময়ে ফিশিং ট্রলারযোগে মালয়েশিয়া পৌছিয়ে দিবে বলে নারী-পুরুষদের জমায়েত করে গভীর সাগর পথ মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, ১১ জানুয়ারী (বুধবার) রাত সাড়ে ১১ টার দিকে টেকনাফ সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড মহেশখালীয়াপাড়া এলাকার মানব পাচারকারী দালাল শফিকের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে নারী,শিশুসহ ২৬ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করা হয়। এর মধ্যে ১৭জন পুরুষ, ৪ জন নারী, ৫ জন শিশু।

এসময় মানব পাচারে জড়িত এক নারী দালালসহ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় অভিযানিক দল করেছেন যাত্রীকেও।

ধৃত দালালরা হচ্ছে, সদর ইউপি মহেশখালীয়া পাড়ার দালাল শফিকের স্ত্রী সাবেকুন নাহার (২৩), উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হায়দার আহাম্মদ’র পুত্র জাহেদ হোসেন(২০), সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ করাচিপাড়া এলাকার মৃত আবুল কালামের পুত্র আব্দুর রহিম(৩৫), একই এলাকার মো.সালামের পুত্র জাহেদ হোসেন(২৯),
সদর ইউপি মহেশখালীয়া পাড়া এলাকার মৃত মো.ইসহাক’র পুত্র নুরুল ইসলাম(৬০)।

উদ্ধারকৃত মালয়েশিয়াগামী ২৬ নারী,পুরুষ, শিশু তারা সবাই উখিয়া-টেকনাফে গড়ে উঠা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত বাসিন্দা।

ওসি আরও বলেন, ধৃত ৫ দালালসহ সর্বমোট ১৮ জন মানব পাচারকারীকে এজাহারভুক্ত আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ধৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

আরও খবর