নিজস্ব প্রতিবেদক •
স্থানীয়দের উৎপাত, অসৌজন্যমূলক আচরনের কারণে খুরুশকুল মনু পাড়ার বাগানে খেজুর রস বিক্রি বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। বুধবার সকালে বাগানের গেইটে নোটিশ টাঙ্গিয়ে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ বাগানের কর্তৃপক্ষ মিডওয়ে গ্রুপের পক্ষে নোটিশে বলা হয় শনিবার ও মঙ্গলবার সকাল ৯ টায় কক্সবাজার শহরের থানা রোডের পেছনের সড়কে এ প্রতিষ্টানের সেইফ ওয়ে নামের যে শো রুম রয়েছে সেখানে বিক্রি করা হবে।
কর্তৃপক্ষ জানান,স্থানীয় কিছু বখাটে প্রতিদিন বাগানে বিশৃংখল পরিবেশ তৈরী করে এমনকি খেজুরের রস সংগ্রহের জন্যে রাজশাহী থেকে আনা হাঁড়ি ভেঙ্গে ফেলেছে অর্ধশতাধিক।
বিশৃংখলা এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। খুরুস্কুলের মনু পাড়ায় ৪৫ একর জমিতে মিডওয়ে নামের প্রতিষ্ঠান টি গড়ে তোলে খেজুর গাছের বাগান,যেখানে রয়েছে ৫শ খেজুর গাছ। প্রতিদিন ২০০ লিটার রস সংগ্রহ করা হয় বাগানে। প্রতিদিন কাঁচা খেজুরের রস কিনতে শত শত মানুষ ভীড় করতো বাগানে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-