গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের নাফনদীতে ভেসে এলো পরিচয়হীন দুই ব্যাক্তির মৃতদেহ।
১১ জানুয়ারি (বুধবার) বিকাল ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউপি জাদিমুরা সংলগ্ন নাফ নদীতে ভাসমান অবস্থায় দুটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে মৃতদেহ গুলো অর্ধগলিত হওয়ায় তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে স্থানীয়রা ধারণা করে বলছে ভেসে আসা মৃতদেহ দুটির সঙ্গে আবদুস সালাম প্রকাশ চাকমা ও তার শ্যালক শফি উল্লাহর মিল রয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেকনাফের জাদিমুরা এলাকা সংলগ্ন নাফ নদীর তীর থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
লাশ গুলো অর্ধগলিত হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-