গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের হ্নীলা লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারা দিতে গিয়ে অপহৃত হওয়া ৪ কৃষকের মধ্যে তিন জনকে টাকার বিনিময়ে মুক্তি দিয়েছে অপহরকাজে জড়িত অপরাধীরা। তাদের চাহিদা মত টাকা না পাওয়ার কারনে অপর জনকে মুক্তি দেয়নি গহীন পাহাড়ে লুকিয়ে থাকা অস্ত্রধারী অপহরণকারীরা।
তথ্য নিয়ে জানাযায়, ১০ জানুয়ারী বিকালের দিকে অপহৃতদের প্রান বাঁচাতে পরিবার সদস্যরা হ্নীলা ইউনিয়নের অন্তর্গত লেদা পাহাড়ি এলাকায় গিয়ে অপহরণ কারীদের দাবীকৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে একই দিন সন্ধ্যার রঙ্গিখালী পাহাড়ি এলাকা দিয়ে লেচুয়াপ্রাং এলাকার ছৈয়দ হোছন প্রকাশ গুরা মিয়ার পুত্র আব্দুর রহমান (৩৭), ফজল করিম প্রকাশ লাল মিয়ার পুত্র আব্দুল হাকিম (৪২) এবং রাজা মিয়ার পুত্র মুহিব উল্লাহ (১৫) কে ম তারা চুপিসারে বাড়িতে ফিরে আসে।
স্থানীয়দের সুত্রে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করতে সক্ষম হয় গণমাধ্যম কর্মীরা। তবে ভিকটিমের পরিবার ও জনপ্রতিনিধিদের কেউ এই বিষয়ে মুখ খুলছেনা।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারী রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের হ্নীলা ঊলুচামরী মুরুং পাড়া বাহাতির ছড়ার টিলায় চাষাবাদকৃত ফসল পাহারা দেওয়ার সময় ফসলী জমির পাশে কৃষকদের তৈরীকৃত ঝুপড়ি ঘর হতে ৪ কৃষককে অপহৃত করে, অপহরণ কাজে জড়িত স্বশস্ত্র সন্ত্রাসীরা। ঐ দিন সংঘটিত ঘটনাটির খবর শুনে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ এলাকাবাসীরা ঘটনাস্থল পরিদর্শন করেছিল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-