চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় কোদলের হাতলের ভিতরে পলিব্যাগে ঢুকিয়ে অভিনব কায়দায় পাচারকালে ১৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা বনবিটের সামনে তল্লাশি চৌকি বসিয়ে যাত্রীবাহী বাসে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে থাকা একটি কোদালের ভেতরে ১৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ব্যক্তি মায়ানমারের নাগরিক বলে জানা গেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটক মাদক ব্যবসায়ী একজন রোহিঙ্গা। সে ভিন্ন ভিন্ন নাম বলছে। তাই নাম-ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-