প্রেস বিজ্ঞপ্তি •
উখিয়া প্রেস ক্লাবের বিশেষ সাধারণ সভা শনিবার প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়।
উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন, আয় ব্যয়ের হিসাব নিয়ে এবং আগামী দিনের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে প্রেস ক্লাবের বার্ষিক অর্থ রিপোর্ট পাঠ করেন প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। এ বার্ষিক প্রতিবেদনের ওপর সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
সভায় প্রেস ক্লাবের (২০২৩-২০২৪) সালের নির্বাচনের তারিখ ঘোষণা ও ক্লাবের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বেশ কয়েকটি উন্নয়নমূলক সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত সদস্যরা প্রেস ক্লাব ও সদস্যদের কল্যাণে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য ও মতামত প্রদান করেন।
সাধারণ সভায় জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেস ক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি উখিয়া প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ১১টি পদে নির্বাচন হবে। এতে ২৮জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-