ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ইনানী রেঞ্জের রাজাপালং বিটের বাগান পাহাড়ে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি পাচারের কাজে ব্যবহৃত একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।
বুধবার(৪ জানুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অবৈধভাবে মাটি পাচারের খবরে অভিযান পরিচালনা করে বনবিভাগের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে অবৈধভাবে মাটি ও বালি পাচারকারীরা পালিয়ে যায়৷ পরে বাগান পাহাড়ে তিন ঘন্টা অভিযান চালিয়ে ডাম্পার জব্দ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ইনানী রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু কক্সবাজার জার্নালকে জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে পাহাড়ের মাটি পাচারের খবরে অভিযান পরিচালনা করি। অভিযানের খবরে মাটিখেকোরা পালিয়ে যায়। দীর্ঘ তিন ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে একটি ডাম্পার জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে অনুসন্ধান করে তথ্য উপাত্ত নিয়ে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-