বার্তা পরিবেশক •
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেনের আথিতেয়তায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার প্রবাসী আবদুল মান্নান নামের একজন প্রবাসী।
তিনি বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকে নাড়ীর টানে দেশে ফিরে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামি আমরা ১০ জন। কিন্তু তখন অনেক বেশী ক্লান্ত হয়ে পড়ি এবং কক্সবাজার আসতে আমাদের কি করতে হবে বুঝতে পারছিলাম না। বোকার মত লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু এমতাবস্থায় এক আগন্তুক আমার সামনে আসে এবং আমাদের চিন্তিত চেহেরা দেখে কি সমস্যা জানতে চান। তখন আমি সব খুলে বলি। তিনি তখনই বলেন, ঠিক আছে আপনারা চিন্তা করিয়েন না। আপনাদের বাকি কাজ আমি করে দিচ্ছি। আমিও কক্সবাজারের লোক। এরপরও আমরা উনাকে কাজ দিতে দ্বিধায় ভোগছিলাম। পরে তিনি পরিচয় দেন। তখন আমরা লজ্জিত হয়ে পড়ি। এরপরও তিনি আগ বাড়িয়ে আমাদের কাজ করে দেন এবং আমাদের মালামাল উনার জিম্মায় নিয়ে এসে কক্সবাজার নামলে আমাদেরকে বুঝিয়ে দেন।
আমরা সম্পূর্ণ তার জন্য অপরিচিত মানুষ। এরপরও একজন মানুষ হিসেবে তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। নাহয় বর্তমান সময়ে কেউ কারো উপকারে আসেন না। তিনি আমাদেরকে যে মানবিকতার পরিচয় দিয়েছেন তার জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাইয়ের কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকবো।
উনার এ অবদান কখনোই ভুলতে পারবো না।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-