টেকনাফে ১০ লাখ টাকা হাতিয়ে পালালো প্রতারক দম্পতি!

টেকনাফ অফিস •


টেকনাফে জহির আহাম্মদ নামে কথিত গরু ব্যবসায়ী নিজেকে মিয়ানমার থেকে আমদানি কারক বড় মাফের গরু ব্যবসায়ী পরিচয় দিয়ে টেকনাফের দুই ব্যাক্তির কাছ থেকে শেয়ারে গরু ব্যবসা করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নগদ ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে।

প্রতারনার শিকার হওয়া দুই ব্যাক্তি হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন ৬নং ওয়ার্ড গোদারবিল এলাকার বিদেশ ফেরত প্রবাসী মোহাম্মদ রফিক ও পৌরসভা ৯নং ওয়ার্ড দক্ষিন জালিয়াপাড়া এলাকার আবছার উদ্দিন।

এব্যাপারে প্রবাসী রফিক জানান, দীর্ঘ এক বছর আগে টেকনাফ সাবরাং ইউনিয়ন ১নং ওয়ার্ড মুন্ডার ডেইল এলাকার হাচুমিয়ার পুত্র গরু শাহপরীরদ্বীপ করিডোর কেন্দ্রিক গরু ব্যবসায়ী পরিচয়দানকারী প্রতারক জহির ও তার স্ত্রী রোহিঙ্গা নারী জরিনা ভুক্তভোগী ঐ দুই ব্যাক্তির কাছ থেকে খুব কৌশল ৫ লাখ করে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়।

টাকা নেওয়ার পর থেকে প্রতারক জহির মিয়ানমার থেকে গরু বোঝাই ট্রলার আসবে বলে বলে আমাদের দুই জনকে আশার বানী শুনিয়ে আসছিল।

এদিকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও গরু না আসায় জহিরকে আমাদের টাকা গুলো ফেরত দিতে বলি। প্রতারক জহির ও তার স্ত্রী জরিনা কয়েক দিনের মধ্যে টাকা ফেরত দিবে বলে সময় চাইতে থাকে।

কিছুদিন পর জানতে পারি তার নিজ বসতবাড়ী স্থানীয় এক ব্যাক্তির কাছে বন্দক রেখে কৌশলে তার স্ত্রী,সন্তানসহ কৌশলে পালিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও জহির ও তার স্ত্রী সন্ধান পায়নি।
অবশেষে প্রতারক জহির ও তার স্ত্রী জরিনার সন্ধান পাওয়ার জন্য আপাময় জনতা ও সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর সহযোগীতা পেতে প্রতারক দুই স্বামী-স্ত্রীর ছবি প্রচার করতে গণমাধ্যম কর্মীদের কাছে আসতে বাধ্য হয়েছেন বলে জানান প্রবাসী রফিক ও আবছার।

আরও খবর