হয়তো ভালো কোথাও আমাকে দেখতে পারেন: বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ডেস্ক

কবির বিন আনোয়ার

বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার জানিয়েছেন, ‘আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন’।

আজ চাকরির মেয়াদের শেষ দিনে অফিসে ঢোকার পথে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। এটা রুটিনমাফিক পদ্ধতি। এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বুঝে-শুনেই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে। তবে, পরবর্তীতে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।

আরও খবর