অনলাইন ডেস্ক:
উদ্ধার মাদক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাঁচ কোটি টাকার বেশি মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে মাদক পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (২ জানুয়ারি) ভোরে টেকনাফের হ্নীলার নাফ নদী এলাকা থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার ভোরে নাফ নদী হয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছিল। এ খবরে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমার দিক থেকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করে দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় পাচারকারীরা লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোটলা ফেলে অন্ধকারের মধ্যে নাফ নদী সাঁতরে মিয়ানমারের ভেতরে নাকফোরা এলাকায় পালিয়ে যায়।
তিনি জানান, পরে পাচারকারীদের ফেলে যাওয়া পোটলা তল্লাশি করে এক কেজি ৬৫ গ্রাম আইস এবং ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার করা মাদক বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে। আইনি কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-