অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

অনলাইন ডেস্ক:

অস্ত্র ও গুলিসহ আটক আক্তার ফারুক

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে অস্ত্র ও গুলিসহ আক্তার ফারুককে (২০) আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

ফারুক নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্প বি ব্লকের মনু খলিফার ছেলে।
ওসি জানান, রবিবার গভীর রাতে নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়।’
ওসি বলেন, অস্ত্রসহ আটক রোহিঙ্গাকে অস্ত্র আইনে মামলা দিয়ে কক্সবাজার কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

আরও খবর