রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফের লেদা ২৪ নম্বর এলএমএস রোহিঙ্গা আশ্রয়শিবিরে তরুণ-তরুণীর প্রেমের সম্পর্কের জেরে প্রতি পক্ষের ছুরিকাঘাতে মো. জুবায়ের (৩৫) নামের এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে লেদা এলএমএস রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি–ব্লকে এ ঘটনা ঘটে। এই তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

জুবায়ের উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর এলএমএস রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি–ব্লকের ১০৪ নম্বর কক্ষের বাসিন্দা হাকিম আলীর ছেলে।

লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান (রোহিঙ্গা দলপতি) মোহাম্মদ আলম বলেন, আশ্রয় শিবিরের একই ব্লকের এক তরুণীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক আছে। এ নিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় কথা-কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে।

এতে দুই পরিবারের অনেকে আহত হন। পরে বিষয়টি জেনে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মীমাংসা করে দেয়। আজ সকালে আবারও দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর মধ্যে মেয়ের স্বজন মোহাম্মদ জুবায়েরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লেদা আইওএমের স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর