গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ উপজেলার হোয়াইক্যং চাকমারকুল (পুটিনবনিয়া) এলাকায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের একটি এনজিও অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
খবরটি পাওয়ার পর উখিয়ার ফায়ার সার্ভিস অফিসে কর্মরত সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়।
২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুলের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত দাতা সংস্থার একটি ওয়ার হাউজ থেকে আগুনের এই সুত্রপাতটি সৃষ্টি হয়েছে বলে জানায় স্থানীয়রা।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়ায় স্টেশন কর্মকর্তা মো.এমদাদুল হক জানান, ক্যাম্পে এনজিওর একটি ওয়ার হাউজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা দ্রুত সময়ের মধ্যে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে উক্ত আগুনে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-