ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলার জালিয়াপালংয়ে নিরাপদ খাদ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার(২৮ ডিসেম্বর) সকাল ১১টায় জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকায় অনুষ্ঠিত সচেতনতামূলক উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম।
নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী।
তিনি বলেন,” সবাইকে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। রোগব্যাধি নিয়ন্ত্রণে নিরাপদ খাদ্যভ্যাসের কোনো বিকল্প নেই। সবাই মিলে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতে কাজ করে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিরাপদ খাদ্য সরবরাহ, পুষ্টি সরবরাহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা আমরা গ্রহণ করবো। খাদ্যের ভেজাল বিষয়ে সজাগ থাকতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলম বলেন,”আমরা সবসময় নিরাপদ খাদ্য বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছি। বাড়ির গৃহিণীদের নিরাপদ খাদ্য বিষয়ে আরও সচেতন হতে হবে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য সহকারী জাফর আলম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-