নিজস্ব প্রতিবেদক •
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদের উদ্যোগে ২৯ ও ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী (সঃ) মাহফিল।
প্রথম দিনে(২৯ ডিসেম্বর) সভাপতিত্ব করবেন রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুহিব উল্লাহ। প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন সাতক্ষীরার মাওলানা মোস্তফা মাহবুবুল আলম। বিশেষ বক্তার আলোচনা পেশ করবেন চট্টগ্রামের খ্যাতিনামা বক্তা শফিউল হক জিহাদী ও রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল ফজল।
দ্বিতীয় দিন(৩০ ডিসেম্বর) সভাপতিত্ব করবেন রাজাপালং এম ইউ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা একে এম আবুল হাসান আলী।
প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল(সঃ) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সির শায়েখ জামাল উদ্দিন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ও রাজাপালং এম.ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হক।
এবিষয়ে জানতে চাইলে মাহফিল কমিটি জানান, প্রতিবছরের ন্যায় এই বছরও আমরা বর্ণাঢ্য আয়োজনে ২ দিন ব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিল আয়োজন করতে যাচ্ছি। মাহফিলের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। প্রতিবছরের ন্যায় এই বছরেও দেশ বরেণ্য মুফাস্সিরগণ আলোচনা করবেন।
এছাড়া মাহফিলে সবাইকে দ্বীনি দাওয়াত দেন কমিটির নেতৃবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-