অনলাইন ডেস্ক
৯ ধরনের পদে মোট ১৩৯ জন নিয়োগ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। সবচেয়ে বেশি সংখ্যক জনবল নেওয়া হবে কারিগর-ডি (ট্রেড) পদে, ২৮ জন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১১ ডিসেম্বর থেকে, চলবে ২৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। কোন কোন পদে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সবা জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
পদভেদে আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে এইচএসসি/সমমান।
কোন পদে কতজন :
কোষাধ্যক্ষ – ৭ জন
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর – ১৫ জন
জব সহকারী – ১৬ জন
কারিগর-বি (সাধারণ) – ১৫ জন
কারিগর-বি (ট্রেড) – ১০ জন
কারিগর-সি (সাধারণ) – ১৫ জন
কারিগর-সি (টেড) -১২ জন
কারিগর-ডি (সাধারণ) – ২০ জন
কারিগর-ডি (ট্রেড) – ২৮ জন
আবেদন ফি : আবেদন ফি ৩০০ টাকা জমা দিতে হবে টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে।
আবেদনের লিংক : http://brtc.teletalk.com.bd
নিয়োগ বিজ্ঞপ্তি : http://www.brtc.gov.bd/sites/default/files/files/brtc.portal.gov.bd/notices/d35fd37a_f369_4cb7_b7db_c76ab9046e0b/2022-12-08-08-36-fa9d988e831264055cf9b8a00850415d.pdf
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-