ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ সদস্যরা।
শুক্রবার(২৩ ডিসেম্বর) বিকেলে মরিচ্যা জিএমএস কমিউনিটি সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও ল এন্ড মিডিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মরিচ্যা জিএমএস কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম পাগলিরবিল এলাকার মিয়া হোছনের ছেলে ফরিদ আলম (৪৫)। এসময় তার দেহ ও প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়,”প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় তাকে গ্রেফতারের পর মাদক ব্যবসার সাথে জড়িত একই এলাকার ঠান্ডা মিয়ার ছেলে ওবায়দুল হক (৩৫) পালিয়ে যায়।
সে ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবাগুলো অবৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয় করে আসছে বলে গ্রেফতার আসামি স্বীকার করে।
গ্রেফতার আসামি কে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-