অবশেষে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন এমপি মুরাদ

অনলাইন ডেস্ক

জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন এমপি মুরাদ হাসান। গতকাল বৃহস্পতিবার ঢাকায় দলীয় সভাপতির কার্যালয়ে তিনি আবেদনপত্র জমা দেন।
এমপি মুরাদ গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, ‘একটি দল বা সংগঠন নিয়ম-কানুনের মধ্য দিয়েই পরিচালিত হয়। আমি আবেদনপত্র জমা দিয়েছি। দল যেটা ভালো মনে করবে, আমি সেটার মধ্যেই আছি। ’

গত বছর খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং এক অভিনয়শিল্পীকে টেলিফোনে অশালীন মন্তব্য ও হুমকি দেন এমপি মুরাদ। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে দলীয় ও প্রতিমন্ত্রীর পদ হারান তিনি। এরপর থেকে তিনি তাঁর নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থান করছিলেন।

আরও খবর