উখিয়ার গহীন বনে ফের অস্ত্রের কারখানার সন্ধান!

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •


উখিয়া উপজেলার ইনানী বড়খাল এলাকার গহীন বনে গড়ে উঠেছে অবৈধ অস্ত্র তৈরির কারখানা। পাহাড়ের গহীনে অস্ত্র তৈরি করে বন্যপ্রাণীকে আক্রমণ করতো স্থানীয় জাহাঙ্গীরের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা।

এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে হানা দেয় বনবিভাগ। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মূলহোতা জাহাঙ্গীর। এসময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা গুড়িয়ে দেয় বনবিভাগ। পরে অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন ইনানী রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু। তিনি কক্সবাজার জার্নালকে বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে ইনানী বড়খালের ভেতরে গহীন বনে অবৈধভাবে ১০একর জমি দখল করে বনভূমি ধ্বংস ও বাগান গড়ে তোলে কতিপয় কিছু সন্ত্রাসীরা। তারা হাতির আবাসস্থল ধ্বংস করে বন্যপ্রাণী হত্যার মিশনে অবৈধ স্থাপনাও গড়ে তোলে।

এমতাবস্থায় বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক,১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৫০ পিস সিসা, ১শ ২১পিস ম্যাচ(দিয়াশলাই) ও একটি কাঠের বাটযুক্ত বন্দুক (তৈরি প্রক্রিয়াধীন) উদ্ধার সহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় জাহাঙ্গীর আলম নামে একজনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও বলেন,”গ্রেফতার ওবায়দুল্লাহ(১৫) কে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার চাচা জাহাঙ্গীরের নির্দেশে অস্ত্র তৈরি ও বনভূমি দখল করে বন্যপ্রাণী হত্যার পরিকল্পনা ও দস্যুতার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”

এর আগে গত ২২ সেপ্টেম্বর উখিয়া রেঞ্জের থাইংখালীর গহীন বনে রাসেলের ডেরায় অভিযান চালিয়ে দুইটি দেশীয় তৈরি বন্দুকসহ বিপুল অস্ত্র উদ্ধার করে বনবিভাগ।

আরও খবর