রোহিঙ্গা শিবিরে আবারো গুলাগুলি: গুলিবিদ্ধ ৪

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে বহিরাগত সন্ত্রাসীদের গুলিতে চারজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টায় বালুখালী ক্যাম্প-৮ ইস্টের খাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. সালাম (৩২), মো. শফি (৬৩), মো. শরীফ (৫৫) ও মো. নাসের (১০)। তারা সবাই উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ জানন,’ক্যাম্পে বহিরাগত সন্ত্রাসীর গুলিতে চার রোহিঙ্গা আহত হয়েছে। তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অস্ত্রধারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

আরও খবর