ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার-টেকনাফ সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) দুপুরে উখিয়া কলেজের পাশে মুহুরী পাড়া নামক এলাকায় সড়কে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে স্থানীয়রা। দুর্ঘটনায় আহতরা হলেন,থাইংখালী এলাকার সোনা মিয়ার ছেলে ইয়াসির আরাফাত নুরুল আমিনের ছেলে আব্দুল মান্নান, চকরিয়া উপজেলার সুনীল বড়ুয়ার ছেলে আপন বড়ুয়া,কুমিল্লা জেলার ধলেশ্বরীর আলী আর্যের ছেলে আবুল কাশেম, কলাতলী এলাকার সাগরের স্ত্রী নাফিজা আক্তার।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে উখিয়া গামী একটি সিএনজির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হয়। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো.সাইফুল ইসলাম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-