আমরা ইন্ডিয়ার দালাল না, অকৃত্রিম বন্ধু-খাদ্যমন্ত্রী

কক্সবাজার জার্নাল ডেস্ক:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‌‘আমরা ইন্ডিয়ার দালাল না, অকৃত্রিম বন্ধু। কারণ তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে স্বার্থহীনভাবে সহযোগিতা করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের এই কৃত্রিম বন্ধুত্ব সারা জীবন অটুট থাকবে।’

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে রাজশাহীর স্থানীয় এক হোটেলে ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার এই অনুষ্ঠানের আয়োজন করেন।

সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘সরকার পরিবর্তনের হলেই অনেকে ভাবেন ভারতের সঙ্গে এই বন্ধুত্ব থাকবে না। এটা ঠিক না। কারণ সরকার পরিবর্তন হলেই মনের পরিবর্তন হয় না, নীতির পরিবর্তন হয় না। এই বন্ধুত্ব কখনও নষ্ট হবে না। বাঙালি অকৃতজ্ঞ জাতি না।’

তিনি আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে তখন যারা বিরোধিতা করেছিলো, তাদের প্রেতাত্মা স্বাধীনতা বিরোধীরা এখনও চক্রান্ত করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র চলছে। হয়তোবা চলতেই থাকবে। আমাদের সজাগ থেকে তাদের মোকাবিলা করতে হবে। আমাদের এখনও মনে আছে, ভারত সরকারের নির্দেশে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার কীভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল। যেটা অকল্পনীয় ও অতুলনীয় ছিল। অথচ ১৯৭৫ সালের পরে ভারতের কথাটা মুখে তুললেই একরকম দোষী সাব্যস্ত করা হতো।’

মহান মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান তুলে ধরে খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয়ের পরপরই বঙ্গবন্ধু ভারতের সেনা সদস্যের নিজ দেশে ফিরিয়ে নিতে বলেছিলেন। অথচ যৌথ বাহিনীর সমন্বয়ে যে দেশ স্বাধীন হয়, এত সহজে তারা সেনা তুলে নিয়ে আসে না। কিন্তু ভারত সরকার বঙ্গবন্ধুর আহ্বানে সেনা প্রত্যাহার করেছিলেন। আমি তো মনে করি, এই সেন্য প্রত্যাহারের ফলেই বঙ্গবন্ধুকে হত্যা করার সুযোগ পেয়েছিলো স্বাধীনতাবিরোধী শক্তি।’
বাংলা ট্রিবিউন

আরও খবর