আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়ায় ইউএনএইচসিআর এর অর্থায়নে মুক্তি কক্সবাজার কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্টিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সভায় প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: ওসমান গণীর সঞ্চলনায় সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার।
প্রকল্পের সম্পাদিত কার্যক্রম এর ফলাফল স্টেকহোল্ডারদের সাথে প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: ওসমান গণী।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিণ ফিশারী অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র ধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী, উখিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রতন দে ও সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ।
সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মুক্তি কক্সবাজার উখিয়ায় যে কাজ করতেছে তাতে উপকারভোগীরা সন্তুষ্ট। উন্নয়নের দরজা আরো সমৃদ্ধ করণের জন্য প্রশিক্ষণ ও শিক্ষণ অতীব প্রয়োজন। জ্ঞান ও দক্ষতা বিনিময় শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটি উত্তম উদাহরণ। উম্মুক্ত আলোচনা এবং কার্যকরী প্রশ্নকরণ ও উত্তর প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ করেছে।
পতিত জমিতে চাষাবাদ ও সবজি ক্ষেতের আওতায় এনে খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি খালি পুকুর ও জলাশয়ে মৎস্য চাষে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন বক্তারা।
UNHCR এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় মুক্তি কক্সবাজার কর্তৃক Improving Peaceful Co-existence And Self Reliance Opportunities For Refugees And Host Community প্রকল্পটির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নের জন্য বিগত ১লা জানুয়ারি ২০১৯ সাল থেকে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
উক্ত প্রকল্পটির মাধ্যমে উখিয়া উপজেলায় মোট ১৫৫০ টি ( রাজাপালং ইউনিয়নে ১০৬০ ও পালংখালী ইউনিয়নে ৪৯০) স্থানীয় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে জীবিকায় উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সভায় মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার বলেন, মুক্তি কক্সবাজার, কক্সবাজারের স্থানীয় একটি সংস্থা। এই সংস্থা নারীদের ক্ষমতায়ন, দারিদ্রতা দূরীকরণসহ স্থানীয় জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ইউএনএইচসিআর এর অর্থায়নে মুক্তি কক্সবাজার এই প্রকল্পটি ২০১৯ সাল হতে বাস্তবায়ন করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে নির্ধারিত সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নে যে সফলতার স্বাক্ষর রেখেছেন তার ধারাবাহিকতা রক্ষায় মুক্তি কক্সবাজার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি দাতা সংস্থাসহ উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে এবং কারিগারি শিক্ষা প্রদানের নিমিত্তে এ ধরনের প্রকল্প ভবিষ্যতেও মুক্তি কক্সবাজার কর্তৃক উখিয়ায় বাস্তবায়ন করবে বলে সভায় উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
প্রকল্প সমন্বয়কারীর উপস্থাপনা শেষে সফল চাষীদের মধ্যে তাদের সফলতার কথা শোনান এক জন পুরুষ ও ৩ জন নারী সুবিধাভোগী। তাদের সফলতার গল্প উপস্থিত সকলের কাছে প্রশংসিত হয় এবং তাদের সফলতার ধারাবাহিকতা বজায় রাখার জন্য উপস্থিত সরকারী বিভিন্ন বিভাগের প্রধানগণ তাদেরকে সহযোগিতার করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উম্মুক্ত আলোচনায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মকর্তা এবং সুবিধাভোগীরা অংশগ্রহন করে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-