ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে ইটভর্তি ডাম্পার চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু রত্নাপালংয়ের মোস্তফা কামালের মেয়ে মোস্তফা বেগম(৬) বলে জানা যায়।
ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যার দিকে রত্নাপালং ক্লাবঘর এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা। এদিকে, দূর্ঘটনার পরপরই খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানায়,ডাম্পারটি ইটভর্তি অবস্থায় ভালুকিয়া স্টেশনে থেকে কোর্টবাজার স্টেশনের দিকে যাচ্ছিলো। দ্রুত গতির কারণে রাস্তা পারাপারের সময় ধাক্কা লাগে শিশু মোস্তফা বেগমের। ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে।
এদিকে,রাত সাড়ে ৯টার দিকে জব্দকৃত ডাম্পারটি রত্নাপালং ইউনিয়ন পরিষদে রাখা হয়। পরে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়। ঘাতক চালকের খোঁজ এখনো পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে, ডাম্পার ছাড়িয়ে নেওয়ার জন্য ও ঘটনা ধামাচাপা দিতে কয়েকজনকে তৎপর হতে দেখা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-