প্রেস বিজ্ঞপ্তি •
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কক্সবাজার জেলার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কপিল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন এর স্বাক্ষরিত ২০ই ডিসেম্বর একটি পেডে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে হাছিনা আক্তারকে আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটির নাম উল্লেখ করা হয়েছে। যেখানে যুগ্ন-আহবায়ক (১) মোঃ আবুল হাশেম ও (২) আলী মর্তুজা এবং সদস্য সচিব আরাফাত উর-রহমান জিহান চৌধুরী।
এছাড়াও বাকি সদস্যরা হলেন, সাইফুল ইসলাম,রোশনা আক্তার সুমা,ইমরান জাহেদ,শরীফ মাহমুদ শাওয়াল,মোহাম্মদ মাসেদুর রহমান,শামীম হাসান।
উল্লেখ্য যে, সদ্য ঘোষিত জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মুক্তিযুদ্ধাগন এবং তাদের পরিবারের স্বার্থ রক্ষার্থে কাজ করে যাবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-