অনলাইন ডেস্ক:
দিনাজপুরের ফুলবাড়ীতে ৩০১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমড়া সীমান্ত ফাঁড়ি এলাকার সীমান্ত পিলার নং ৩০০/৭-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার ভেতরে দক্ষিণ আমড়া মাঠে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজ চলছিল। এ সময় ওই এলাকার বাসিন্দা মো. মোকসেদুল ইসলাম মাটি খনন করতে গিয়ে কষ্টিপাথরের একটি মূর্তি খুঁজে পান।
এরপর বিষয়টি আমড়া সীমান্ত ফাঁড়ি এবং সংশ্লিষ্ট চেয়ারম্যানকে জানানো হয়। খবর পেয়ে সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মো. শুকশাহ বিজিবির একটি দলসহ ঘটনাস্থলে গিয়ে পূর্ণাঙ্গ মূর্তিটি উদ্ধার করেন।
কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান, আমড়া সীমান্তের আদিবাসী পাড়ার দক্ষিণ দিকে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি চলছিল। এ সময় একটি উঁচু ঢিপিতে মাটি খুঁড়তে গিয়ে তারা ওই মূর্তি খুঁজে পান। বিষয়টি তাকে জানালে তিনি বিজিবি ও পুলিশকে অবগত করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. আলমগীর কবির পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে কষ্টিপাথরের মূর্তিটি কাস্টমসে জমা দেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-