আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
উখিয়া উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিবের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় শিশু অধিকার বাস্তবায়ন, প্রারম্ভিক শিক্ষা নিশ্চিত, শিশু পাচার ও শিশুশ্রম বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়।
এসময় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, শিশু সংগঠনের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি -বেসরকারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-