উখিয়ায় স্থানীয় জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক •

উখিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পালস বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে পিছিয়ে থাকা নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল এগারোটায় পালস বাংলাদেশ সোসাইটির প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধী নারীসহ ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়। উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইওএমের রত্নাপালং ইউনিয়নের সেভ স্পিস কর্মকর্তা ন্যাসী শোভা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি নুর মুহাম্মদ সিকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পালস বাংলাদেশ সোসাইটি’র টিম লিডার খোরশেদ আলম।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, সমাজের উন্নয়নে এ ধরনের সামাজিক কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। সমাজের পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার পর তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করার ফলে তাদের আয়ের পথ খুলে দেওয়া হয়েছে তাদের দারিদ্র্যতা ঘুচবে। খুবই প্রশংসার দাবি রাখে এ কাজ।”

উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, “আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে এ ধরনের কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। ‘পালস বাংলাদেশ সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাই সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি নুর মুহাম্মদ সিকদার বলেন, এটি আপনাদের জন্য একটি  দারুণ সুযোগ নিজের জীবনকে পাল্টে ফেলার জন্য। একটি দালান তৈরি করতে যেমন প্রথম একটি  ইট দিয়ে গাঁথুনি দিতে হয়, মনে করবেন এটি আপনার ভবিষ্যত সুন্দর করার ইটের সেই গাঁথুনি। এখান থেকেই পরিশ্রম করলে আপনারা অনেক বড়  হবেন।

আরও খবর