স্পোর্টস ডেস্ক •
ক্যারিয়ারের গোধূলিবেলায় এসে নিজের শেষ বিশ্বকাপেই আর্জেন্টিনাকে ৩৬ বছরের অপেক্ষার বিশ্বকাপ শিরোপা উপহার দিলেন লিওনেল মেসি। পূরণ হলো আজন্ম লালিত স্বপ্ন। আগামী চার বছরের জন্য বিশ্বকাপের সোনালি ওই ট্রফিটার মালিক আর্জেন্টিনা।
কাতারের লুসাইলে মেসি উঁচিয়ে ধরলেন ১৮ ক্যারেট স্বর্ণের ৬.১৭ কেজি ওজনের ট্রফি। তবে বিশ্বকাপ শুধু স্বর্ণের ট্রফির লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিপুল পরিমাণ অর্থ।
নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা দল পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৪৪০ কোটি টাকা)।
রানার্সআপ হওয়া ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩১৪ কোটি টাকা)।
তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার প্রাপ্য অর্থের পরিমাণ ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৮৩ কোটি টাকা)।
ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হওয়া মরক্কো পেয়েছে ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২৬২ কোটি টাকা)।
কোয়ার্টার ফাইনালে পরাজিত চারটি দল পেয়েছে ১৭ মিলিয়ন ডলার (প্রায় ১৭৮ কোটি টাকা) করে।
শেষ ষোলো পর্বে হেরে যাওয়া আট দলের সবাই পেয়েছে ১৩ মিলিয়ন ডলার (১৩৬ কোটি টাকার কিছু বেশি) করে।
গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো ৯ মিলিয়ন ডলার (৯৪ কোটির টাকার কিছু বেশি) করে পেয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-