১ লাখ ইয়াবাসহ টেকনাফে নারী মাদক কারবারি গ্রেফতার

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।

গ্রেফতার জোসনা আক্তার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান মাহমুদের স্ত্রী।

র‌্যাব কর্মকর্তা আবু সালাম চৌধুরী বলেন, ‘শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা এলাকার ওয়াব্রাং মসজিদের পাশের রাস্তায় অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে জোসনা আক্তারকে গ্রেফতার হয়। তার কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার হয়েছে।’

পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে উদ্ধার ইয়াবাসহ জোসনা আক্তারকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও খবর