নিজস্ব প্রতিবেদক :
পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ (৫২) আর নেই।
তিনি শুক্রবার সকাল সাড়ে ৬ টায় পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামীলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে হৃদরোগে আক্রান্ত হন। এতে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান (ইন্না…রাজেউন)।
পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সদ্য সম্মেলনে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি মো. শহিদুল্লাহ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অনেক গুনগ্রাহী রেখেছেন। তিনি দুই বার টইটং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। শুক্রবার মাগরিবের নামাজের পর টইটং উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, তাঁর অকাল মৃত্যুতে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে মহান বিজয় দিবসের পূর্ব নির্ধারিত আজকের দলীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-