টেকনাফ অফিস •
কক্সবাজারের টেকনাফে সড়ক দূর্ঘটনায় ইকবাল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় নুরুল ইসলাম আকন্দ নামে আরও একজন ব্যক্তি আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মাস্টার আব্দুল বারীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড়ভাই মাস্টার আব্দুল গফ্ফার।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টেকনাফগামী পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ঘ হয়। এতে ইকবাল নামে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং নুরুল ইসালাম নামে আরেকজন আহত হন।
গুরুতর আহত ইকবালকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় পুলিশ দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
হোয়াইক্যং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান,দূর্ঘটনার খবর পেয়ে আমিসহ দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। গাড়ি দু’টি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-