উখিয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক •

সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উখিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীমুদ্দিন মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়।

আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর ২০২২ সপ্তাহব্যাপি পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন মাহীন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুজিবুল হক, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) মোহাম্মদ সাজেদুল ইমরান।

প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে এবং পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে সফলতা ও স্বার্থকতা অর্জনে করণীয় সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য রাখেন উখিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীমুদ্দিন মুহাম্মদ ইউসুফ।

আরো বক্তব্য রাখেন, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসীমুদ্দিন মুহাম্মদ ইউসুফ বলেন, মাতৃস্বাস্থ্যের উন্নয়ন ও মাতৃমৃত্যু হ্রাস বর্তমান সরকারের অন্যতম অঙ্গিকার। এছাড়াও সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীগণ উপস্থিত ছিলেন।

আরও খবর