ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ায় আগ্নেয়াস্ত্র,কার্তুজ ও ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন(র্যাব-১৫) সদস্যরা। গ্রেফতার ব্যক্তি পালংখালীর পূর্ব ফারিরবিল এলাকার সাইফুল ইসলাম(২৬)।
বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৫ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক(ভারপ্রাপ্ত) মেজর সৈয়দ সাদিকুল হক।
তিনি জানান,অবৈধ অস্ত্র মজুদের খবরে গতরাতে পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম(২৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আসামি সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি ওয়ানশুটারগান, কার্তুজ ও দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানায়,গ্রেফতার সাইফুল এলাকায় কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র মজুদ করেছিলো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-