উখিয়ার ইয়াবা গডফাদার মুফিজ আটক!

বিশেষ প্রতিনিধি •

উখিয়ার ইয়াবার গডফাদার ও মানব পাচারকারী সিন্ডিকেটের সদস্য মফিজ আলম মুফিজ (৩৬) অবশেষে পুলিশের জালে আটক হয়েছে।

মোস্ট ওয়ান্টেড মুফিজ বাহিনীর প্রধান মফিজের আটকের সংবাদ শুনে এলাকাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

গত রবিবার রাতে উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে জালিয়াপালংয়ের ক্রাইম জোন হিসাবে খ্যাত লম্বরী পাড়া গ্রামে জুয়ার আসর থেকে মুফিজকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ তদন্ত বিপুল চন্দ্র দে।

তিনি ওই এলাকায় মৃত ছালেহ আহমদের পুত্র। তার বিরুদ্ধে ইয়াবা ও সমুদ্রপথ দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া মানব পাচার মামলা, বন মামলা সহ সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে , একসময় সিএনজি চালক মফিজ এখন ধর্নাঢ্য ব্যক্তির তালিকায় নাম লিখিয়েছে। লম্বরী পাড়া, রেজুখাল ও ইনানী পয়েন্ট দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব প্রচারে মূল হোতা ছিল এই সেই মুফিজ। বছরের পর বছর অসংখ্য মানব পাচার করে কালো টাকা মালিক বনে যায় ।

আরও খবর