টেকনাফে বহু অপকর্মের হোতা সাকের আটক: পুলিশের উপর হামলা!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


মাদক, মানব পাচারসহ বহু অপকর্মের হোতা মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সাকের মিয়া অবশেষে টেকনাফ থানা পুলিশের হাতে আটক হয়েছে।

সে সাবরাং ইউপি মুন্ডার ডেইল এলাকার কবির আহাম্মদ’র পুত্র।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী,১২ ডিসেম্বর (সোমবার) গভীর রাত ১টার ইন্সেপেক্টর (অপারেশন) আব্দুর রাজ্জাক, এসআই নুরে আলম, এসআই হোসাইন, এএসআই সাখাওয়াত’র নেতৃত্বে পুলিশের একটি দল সাবরাং মুন্ডার ডেইল এলাকা থেকে উক্ত অপরাধীকে ধৃত করার সময় মনু মিয়া(৪০), রফিকুল ইসলাম(২৯) নামে তার দুই সহোদর পুলিশের অভিযানিক দলের উপর লাঠি দিয়ে এলোপাতাড়ী হামলা চালায়।

উক্ত ঘটনায় লাঠির আঘাতে এএসআই সাখাওয়াত মুখোমন্ডলে আঘাত প্রাপ্ত হয়।

ওসি আরো বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে ২০১৫ সালে চট্রগ্রাম বিমান বন্দর থানায় ১টি মাদক, ২০১২ সালে ১টি মানব পাচার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিল পাশাপাশি সে আত্মস্বীকৃত মাদক কারবারী হিসাবে চিহ্নিত।

ধৃত আসামি সাকের মিয়ার বিরুদ্ধে মাদক,মানব,অস্ত্রসহ সর্বমোট ৪ টি মামলা রয়েছে।

আটক আসামির দুই সহোদরসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে আরও একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর