পার্বত্যাঞ্চল প্রতিনিধি •
খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাসিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলায় বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেডে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন।
মাষ্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কে এইচ এম এরশাদ।
মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম। এছাড়াও উক্ত মাস্টার প্যারেডে খাগড়াছড়ি পার্বত্য জেলার সকল অফিসার ইনচার্জ, ক্যাম্প ফারি এবং তদন্ত কেন্দ্রের ইনচার্জ সহ জেলার বিভিন্ন অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম উপস্থিত প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের নিয়মিত পিটি, উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, রুলস, পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, প্যারেড অনুশীলন ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-