টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত কচ্ছপ

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে এসেছে অলিভ রিডলে প্রজাতির একটি সামুদ্রিক মৃত কচ্ছপ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর সমুদ্রসৈকতের বালুচরে কচ্ছপটি ভেসে আসে।

কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত হতে পারে।

বাহারছড়া শামলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আবুল মঞ্জুর এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভেসে আসা কচ্ছপটি জলপাই রঙের। হয়ত কচ্ছপটি ২০-২৪ ঘণ্টা আগে মারা গেছে। তবে শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর সাগরে মাছ ধরার ট্রলি ট্রলারের জালে আটকা পড়লে জেলেরা পিটিয়ে হত্যা করে। পরে জোয়ারের ঢেউয়ের‍ উপকূলে ভেসে এসেছে।

আবুল মঞ্জুর বলেন, কিছু কিছু জেলেদের জালে আটকাপড়া এসব কচ্ছপ ছেড়ে না দিয়ে পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়। এসব প্রাণী হত্যা থেকে বিরত থাকার জন্য জেলেদের সচেতনতা গড়ে তোলা খুবই প্রয়োজন।

জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শীতের শুরুতে সমুদ্রসৈকতে একের পর এক বিভিন্ন প্রজাতির সামুদ্রিক বিভিন্ন প্রাণীর মৃতদেহ ভেসে আসছে। কিছুদিন আগেও সমুদ্র সৈকতে ভেসে এসেছিল জেলিফিশ। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ গবেষকরা গবেষণা করছেন। সামুদ্রিক সম্পদ রক্ষায় জেলেদের সচেতন করতে এলাকায় এলাকায় উঠান বৈঠকের পাশাপাশি প্রচার-প্রচারণা করা হচ্ছে।

আরও খবর