প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা

বিশেষ প্রতিবেদক •

আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। যেখানে পুলিশের চার হাজারের বেশি সদস্য ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার জানান, ওই দিন সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী-পাটোয়ারটেক সৈকতে চার দিনব্যাপী আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়া-২০২২ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ দিন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগের দলীয় জনসভায় ভাষণ দেবেন তিনি। এ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পর্যটন শহরসহ মেরিন ড্রাইভ এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে কঠোর নজরদারি। এ জন্য কক্সবাজার জেলা পুলিশের বাইরে বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্য আনা হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিতভাবে জানানো হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।’

আরও খবর